পঞ্চগড়ে ৯০০ বিদেশ ফেরতের মধ্যে হোম কোয়ারেন্টাইনে ৯ জন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড় জেলার পাঁচ উপজেলায় গত ১ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত প্রায় ৯০০ জন প্রবাসী বিদেশ থেকে ফিরেছেন। এদের মধ্যে বৃহস্পতিবার (১৯ মার্চ) পর্যন্ত এক নারীসহ মাত্র ৯ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

বিদেশ থেকে আসা অন্যদের ব্যাপারে কোনো তথ্য জেলা প্রশাসনের কাছে নেই। বৃহস্পতিবার পঞ্চগড়ে কোভিড-১৯ এর বিস্তার ঠেকাতে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক জরুরি বৈঠকে এই তথ্য জানানো হয়।

বৈঠকে জানানো হয়, বিদেশ ফেরত অন্যদের খুঁজে বের করে তালিকা করতে প্রতি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে মনিটরিং কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া দ্রব্যমুল্য ও মাস্কসহ প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পরিচালনার বিষয়েও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

http://picasion.com/
জেলা প্রশাসক সবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সিভিল সার্জন ডা. ফজলুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যানসহ জেলার ৪৩টি ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।