ভোলায় হোম কোয়ারেন্টাইনে ১২৪, শর্ত না মানায় তিন প্রবাসীকে জরিমানা

 

তাপস কুমার মজুমদার
জেলা প্রতিনিধি, ভোলা।

ভোলার সাত উপজেলায় গত ৩৬ ঘন্টায় আরো ১১০ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে ভোলায় হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের সংখ্যা দাড়িয়েছে ১২৪জনে।

এছাড়াও হোম কোয়ারেন্টাইনের শর্ত ভঙ্গ করায় তিন প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার রাতে ভোলা সদরের এক ইতালী প্রবাসীকে পাঁচ হাজার টাকা, চরফ্যাশনের দুই প্রবাসীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টা থেকে বৃহষ্পতিবার সকাল ৮টা পর্যন্ত ভোলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীর সংখ্যা ছিলো ৪৯ জন। এদের মধ্যে পুরনো ছিলো ১৪ জন ও নতুন করে যুক্ত হয়েছে ৩৫ জন।

এছাড়াও বৃহষ্পতিবার সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত যুক্ত হয়েছে নতুন আরো ৭৫ জন। একণ পর্যন্ত জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীর মোট সংখ্যা দাড়িয়েছে ১২৪ জন। এদের মধ্যে ভোলা সদর উপজেলায় ২৬ জন, দৌলতখানে ১৫ জন, বোরহানউদ্দিনে ১৭ জন, তজুমদ্দিনে ০৭জন, লালমোহনে ৩১জন, চরফ্যাশনে ০৩ জন ও মনপুরায় ২৫ জন।

gif maker

ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী বলেন, মার্চ মাসের এক তারিখ থেকে ভোলায় কুয়েত, ইতালী, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ থেকে প্রায় ১৩০০ প্রবাসী ভোলায় এসেছেন।

এদের মধ্যে যারা গত কয়েক দিনে আগমন করেছে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ প্রদান করা হচ্ছে। করোনা প্রস্তুতি হিসেবে ভোলা সদর হাসপাতালে ২০ শয্যার একটি আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। প্রয়োজনে এটি ১০০ শয্যা পর্যন্ত উন্নিত করা যাবে।

ইতিমধ্যে বিদেশ ফেরৎ অনেককে প্রবাসীদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে ভোলায় এখনও কোনো কোরনা আক্রান্ত রোগীর সন্ধ্যান মেলেনি।