করোনা : ফরিদগঞ্জে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

 

আনিছুর রহমান সুজন :
করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে ফরিদগঞ্জ উপজেলা সদরসহ বিভিন্ন বাজার গুলোর সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে সাধারণ ব্যবসায়ীরা।

ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম বাবু জানান, সরকার করোনা প্রতিরোধে নানাবিধ ব্যবস্থা নিচ্ছেন। সেই আলোকে মঙ্গলবার রাতে ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটি ও বিশিষ্ট ব্যবাসয়ীদের সাথে আলোচনাপূর্বক ২৫ মার্চ বুধবার থেকে ৩১ মার্চ পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলা সদরের ঔষধ ফার্মেসী, মুদি দোকান, কাঁচা বাজার, মাছ ও মাংসের দোকান ছাড়া বাকী সকল প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

http://picasion.com/

 

সেই আলোকে মঙ্গলবার রাতে মাইকিং করে ব্যবসায়ীদের দেশের বৃহত্তর স্বার্থে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার জন্য আহ্বান জানানো হয়। বুধবার সকাল থেকে পুরো বাজার বন্ধ রয়েছে।

এছাড়া সরকারি ভাবে গণপরিবহন সীমিত করার কারণে বাজারে লোকজনের উপস্থিতি প্রায় শূন্য। এই বাইরে উপজেলার চান্দ্রা, রূপসাসহ বিভিন্ন বাজারের ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে বলে জানা গেছে।

এদিকে করোনা মোকাবেলায় ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন কোয়ারাইন্টানে থাকা প্রবাসীদের বিষয়ে খোঁজ খবর নেয়া অব্যাহত রেখেছেন।