ঢাকাস্থ কচুয়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ১ হাজার পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

 

মো. নাইম সর্দার মুকিত, কচুয়া করেসপন্ডেন্ট :

বিশ্বব্যাপী নভেল করোনা ভাইরাসের সংক্রমণের ফলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে ঢাকাস্থ কচুয়া সমিতির নেতৃবৃন্দ কচুয়ায় গৃহবন্দি অসহায় হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে কচুয়া পৌরসভার বালিয়াতলী গ্রামে বাড়ি বাড়ি গিয়ে অসহায় ও গৃহবন্দি প্রায় ১ হাজার পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ ও সাবানসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য পৌঁছে দিয়েছেন সমিতির নেতৃবৃন্দ।

gif maker

এসময় কচুয়া পৌরসভার প্যানেল মেয়র ও ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. নজরুল ইসলাম, বাংলাদেশ ক্যামিক্যাল এন্ড পারফিউমারী মার্চেন্ট এসোসিয়েশন এর সাবেক সভাপতি ও ঢাকাস্থ কচুয়া ব্যবসায়ী কল্যান সমিতির প্রতিষ্ঠাতা হাজী আঃ জলিল, ঢাকাস্থ কচুয়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি হাজী ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রধান, যুগ্ম সম্পাদক হাজী ইউসুফ, কোষাধ্যক্ষ হাজী কামাল, সদস্য হাজী আঃ বাশার, হাজী নোমান, মো. কুদ্দুস মিয়াজীসহ আওয়ামী লীগ, যুব লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

কচুয়ায় ঢাকাস্থ কচুয়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রাণসামগ্রী বিতরণের একাংশ।