হাইমচরে দ. আলগী গ্রামে লকডাউন কার্যকর করতে কার্যকরী কমিটি গঠন

সাহেদ হোসেন দীপু, হাইমচর প্রতিনিধি :

চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ৩নং আলগী দুর্গাপুর দ. ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দ. আলগী গ্রামের সর্বশ্রেণী পেশার মানুষ করোনা ভাইরাসের ভয়াবহতার দিক লক্ষ্য করে ঐক্যবদ্ধ হয়ে সরকারের গৃহীত সিদ্ধান্ত ও দিক নির্দেশনা অনুযায়ী গ্রামে শতভাগ লকডাউন কার্যকর করতে কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

১ এপ্রিল ২০২০ খ্রি. (বুধবার) গ্রামের সর্বশ্রেণী ও পেশার মানুষদের মতামতের ভিত্তিতে হাইমচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ আলগী হাজী বাড়ী জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ সালাহ্ উদ্দিন মাস্টারকে কার্যকরী কমিটির আহ্বায়ক করে ৩১ সদস্যের এ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

এ সময় আহ্বায়ক সালাউদ্দিন মাস্টার তার বক্তব্যে বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের বিভিন্নমুখী প্রদক্ষেপের কথা তুলে ধরেন এবং আমাদের করণীয় বিষয়ে আলোকপাত করেন।

gif maker

এ সময় উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব নুর হোসেন পাটোয়ারীর হাইমচর উপজেলার জনগণের জন্য গৃহীত প্রদক্ষেপ ও তুলে ধরেন।

সমগ্র দেশের প্রতিটি গ্রামে সচেতন জনগণ ঐক্যবদ্ধ হয়ে সরকারের নির্দেশনা গুলো বাস্তবায়নের জন্য কাজ করতে আহ্বান জানান।

এ সময় কার্যকরী কমিটির সদস্যগণ বক্তব্যকে মনে প্রাণে কার্যকর করতে সর্বসম্মতি প্রদান করেন।

আজ থেকে সদস্যগণ দিনে-রাতে করণীয় সম্পর্কে জনগণকে সচেতন করবে এবং এলাকায় লকডাউন শতভাগ কার্যকর করণে কাজ করবে ইনশাআল্লাহ।