দক্ষিণ আফ্রিকায় ফরিদগঞ্জের সোহেলকে কুপিয়ে হত্যা

আনিছুর রহমান সুজন :
দক্ষিণ অফ্রিকায় পাওনা টাকা দাবি করাকে কেন্দ্র করে চাঁদপুর জেলার ফরিদগঞ্জের ইব্রাহিম খলিল সোহেল (২৭) নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করলো ফরিদগঞ্জেরই আরেক প্রবাসী রুবেল হোসেন।

৩ এপ্রিল শুক্রবার ভোরে দক্ষিণ আফ্রিকার আফ্রিনটন শহরে এ ঘটনা ঘটে।

জানা যায়, পরিবারের স্বচ্ছলতা ফেরাতে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ও বর্তমানে উপজেলা সদরে বসবাসরত গোলাপ সর্দারের ছেলে ইব্রাহিম খলিল সোহেল গত ৮ বছর পুর্বে দক্ষিণ অফ্রিকায় পাড়ি জমায়।

gif maker যাওয়ার পর থেকে সোহেলের কাগজপত্র না থাকায় দোকান ক্রয়ের জন্য তার জমানো টাকায় টাকা পার্শ্ববর্তী এলাকা চরদুঃখিয়া পুর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের রুবেল হোসেনের কাছে জমা দেয়।

শুক্রবার সকালে দোকান ক্রয়ের জন্য রুবেলের কাছে পাওনা বাংলাদেশ টাকায় দেড় কোটি টাকা দাবি করায় কথা কাটাকাটির এক পর্যায়ে রুবেল হোসেন সোহেলকে ছুরিকাঘাত করে।

পরে স্থানীয় বাংলাদেশীরা সোহেলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সোহেলের মৃত্যু হয়। ঘটনার পরপরই সোহেলের মৃত্যুর সংবাদে তার গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জের পোয়া গ্রামে পৌঁছালে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। পুরো গ্রামে শোকের মাতমের চলে।

নিহত সোহেলের পিতা গোলাপ সর্দার জানায়, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। আমি ও আমার পরিবার খুনীর বিচার দাবি করছি।

এমআরআর/এএরএস