প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করায় বিবিরবাজার বন্ধ করে দিলেন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদা 

মেহেদী হাসান, তিতাস, কুমিল্লা প্রতিনিধি :

সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়, এই মর্মে তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের সৎ মেহের বিবিরবাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিলেন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার।

সামাজিক দূরত্ব বজায় না রাখলে যেকোন সময় যেকোন কাউকে মরণব্যাধি করোনাভাইরাস আক্রমণ করতে পারে, একে অন্যের স্পর্শ করোনাভাইরাস ছড়াতে পারে, যা পরবর্তী সময়ে মহামারী আকার ধারণ করতে পারে। ওই এলাকার লোকজন বিষয়টি মানছিল না। বাজারে সবসময় ভীড় থাকতো।

gif maker

প্রশাসনের নির্দেশ অমান্য করে সৎ মেহের বিবিরবাজারে ব্যবসায়িক কর্মকাণ্ড চলছিল। মানুষেরা অকারণে ঘনঘন যাতায়াত করছিল। মানা হচ্ছিলো না প্রশাসনের প্রয়োজনীয় নির্দেশনা। অহরহ চলছিল বেচাকেনা। সৎ মেহের বিবিরবাজারে ছিলো ক্রেতাদের ছিল উপচেপড়া ভিড়। যার ফলে আজ অনির্দিষ্টকালের জন্যে এ বাজারটি বন্ধ করে দেয় তিতাস উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার। সেই সাথে সেনাবাহিনীর টহল আরো জোরদার করা হয়।