মৈশাদী ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

গাজী মো. মহসিন :

চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নে জাটকা রক্ষা কর্মসূচির বিপরীতে খাদ্য সহায়তা হিসেবে জেলেদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

রবিবার (৬ মার্চ) দুপুর ২টায় মৈশাদী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এসব চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী।

ইউপি সচিব আবু বক্কর মানিক ও সকল ইউপি সদস্যেদর সার্বিক সহযোগীতায় বিজিএফ চাল বিতরন কালে ট্যাগ অফিসার সদর উপজেলার কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোহাম্মদ সালাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে নিবন্ধিত ২৩৭ জন জেলেকে ৮০ কেজি হারে চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ লিটন সরকার।

 সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ড সদস্য রহিমা বেগম, ৪,৫,৬নং ওয়ার্ড সদস্য লিলুফা আক্তার, ৭,৮,৯ নং ওয়ার্ড সদস্য জাহেদা বেগম, ১নং ওয়ার্ড সদস্য মোঃ সোহরাব খান, ২নং ওয়ার্ড সদস্য মোঃ রাজু বেপারী, ৩নং ওয়ার্ড সদস্য বজলুল গনি জিলন, ৪নং ওয়ার্ড সদস্য মোঃ মানিক গাজী, ৫নং ওয়ার্ড সদস্য মোঃ খোকন বেপারী, ৬নং ওয়ার্ড সদস্য মোঃ শরীফ সর্দার, ৭নং ওয়ার্ড সদস্য মোঃ রাশেদ ঢালী, ৮নং ওয়ার্ড সদস্য মোঃ আল আমিন খান উজ্জ্বল, ৯নং ওয়ার্ড সদস্য মোঃ ফারুক সরকার এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।