বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকীতে এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ে কেক কাটা ও আলচনাসভা

গাজী মো. মহসিন :

মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে কেক কাটা, বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেশাত্মবোধক গান, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগীতার আয়োজন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (১৭ মার্চ) সকাল ১১টায় বিদ্যালয়ের মঞ্জুরুল হক শোয়েব মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাখাওয়াত হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন।

কেক কাটা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ফয়েজ আহমেদের পরিচালনায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলী আহসান মিজি, সিনিয়র শিক্ষক আবদুল মান্নান, বিশ্বজিৎ চন্দ্র দাস, জ্যোতিষ চন্দ্র, পারভীন আক্তার, হাসিনা বেগম সহ অন্যান্য শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।