চাঁদপুরে ৯ লাখ টাকার ভেজাল ওষুধসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে ডিবি পুলিশের অভিযানে প্রায় ৯ লাখ টাকার পশু-পাখি, হাস-মুরগী, কবুতরসহ বিভিন্ন প্রাণীর ১৫ কার্টুন ভেজাল ওষুধ জব্দ করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করা হয়। আটকরা হলেন- হেলাল (৪০) ও জুয়েল (২৫)।

বুধবার (২৩ মার্চ) দুপুরে শহরের বড় স্টেশন মাছঘাট এলাকায় গোপন সংবাদে ডিবির উপপরিদর্শক মাজহারুল হকের নেতৃত্বে অভিযান চালানো হয়।

এ সময় মাছঘাট এলাকায় নৌকায় থাকা ১৫ কার্টুন ভেজাল ওষুধ জব্দ করা হয়। এসব ওষুধে সরকারি বা বিএসটিআইয়ের কোনো অনুমোদন নেই। বিশেষ ক্ষমতা আইনে আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শরীয়তপুরের শাহিনুর ফুড প্রোডাক্টস ও ঢাকার আর কে ফুড প্রোডাক্টের ব্যানারে নো টেনশন ক্যাম্ফার লিকুইড, বিদুৎ কক, শক্তি লিকুইড, শক্তি প্লাসসহ বিভিন্ন নামে দীর্ঘদিন যাবত ভেজাল ওষুধ বাজারজাত করে আসছিল।

ডিবির উপপরিদর্শক মাজহারুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পশু-পাখি, হাস মুরগী, কবুতর ও বিভিন্ন প্রাণীর ১৫ কার্টুন ভেজাল ওষুধসহ ২ জনকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ডিবি পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।