বিষ্ণুপুর ইউনিয়নে ১৪৮১ ফ্যামিলি কার্ডধারীর মাঝে স্বল্প মূল্যে টিসিবি পণ্য বিক্রির

গাজী মো. মহসিন :

আসন্ন পবিত্র মাহে রমজানে বাজার নিয়ন্ত্রণ ও স্বল্প আয়ের মানুষকে সহযোগিতা করার লক্ষ্যে সারাদেশের ন্যায় চাঁদপুরেও শুরু হয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকিমূল্যের নিত্যপণ্য বিক্রির কার্যক্রম। জেলায় ১ লক্ষ ৪৫ হাজার ১৪৭ জন ফ্যামিলি কার্ডধারীর মাঝে এ পণ্য বিক্রি করা হবে।

তারই ধারাবাহিকতায় শনিবার (২৭ মার্চ) দুপুর ১টায় চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নে ১৪৮১ জন ফ্যামিলি কার্ডধারীর মাঝে টিসিবি পণ্য বিক্রির শুভ উদ্বোধন করেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নাছির উদ্দিন খান শামীম।

বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আনোয়ার হোসেন গাজী টিটুর পরিচালনায় টিসিবি পণ্য বিতরণের উদ্বোধকালে উপস্থিত ছিলেন সকল সকল ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

ট্যাগ অফিসার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষাকর্মকর্তা মোঃ মানছুর আহমেদের এর সার্বিক তত্ত্বাবধানে টিসিবি পণ্য বিতরণ করেন চাঁদপুর পুরাণ বাজারের মেসার্স লক্ষ্মী ভান্ডারের সত্ত্বাধিকারী টুটুল মনিসহ ডিলারের অন্যান্য লোকজন উপস্থিত ছিলেন।

ক্যাপশনঃ চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নে স্বল্প মূল্যে টিসিবি পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন খান শামীম।