আট মাস পেরিয়ে গেলেও ভূমি অফিসের অনলাইনে খতিয়ান এন্টির টাকা পায়নি কোন শিক্ষক!

মো: মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি :

ফরিদগঞ্জ উপজেলার প্রতি ইউনিয়ন থেকে বিভিন্ন স্কুল মাদ্রাসার প্রায় ৩০ জন শিক্ষকদের দিয়ে দিন রাত ইউনিয়ন অফিসে গিয়ে অনলাইনে খতিয়ান এন্ট্রি করে নেবার বিনিময়ে খতিয়ান প্রতি ১০ টাকা দেবার কথা বলে ভূমি অফিস শিক্ষকদের নিয়োগ দেন।

প্রতি ইউনিয়ন এ দক্ষ শিক্ষকগন দায়িত্ব ও নিষ্ঠার সাথে ডাটা এন্টি কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করেন কিন্তু ডাটা এন্ট্রির আট মাস পেরিয়ে গেলেও একটা টাকাও কোন শিক্ষককে আজ পর্যন্ত দেওয়া হয় নি বলে অভিযোগ করেছেন বেশ কিছু শিক্ষক।

এ অবস্থায় শিক্ষকরা এই টাকা কবে পাবে সে বিষয়ে কিছু শিক্ষক উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা নির্বাহী অফিস্যারের কাছে টাকার বিষয়ে জানতে চাইলে তারাও সঠিক কোন তথ্য নির্ভর সংবাদ দিতে পারেনি।

ভূমি অফিসে জানতে চাইলে বার বার সময় দিলেও টাকা কাওকে দেয় নি। শুধু কালক্ষেপন করছে। ডাটা এন্টি কাজে নিয়োজিত শিক্ষকরা হতাশ হয়েছেন এমন ভাবে দ্রুত সময়ে কাজ করিয়ে টাকা দিতে তালবাহানা করায়। সর্বশেষ তাদের দাবি শিক্ষকদের দিয়ে খতিয়ান এন্টি করানোর টাকা যেন দ্রুত শিক্ষকদের দিয়ে দেওয়া হয়।