ব্যবসায়ীদের জিম্মি করে কোটি টাকা আদায় ও আড়ৎ দখলের পায়তারার অভিযোগে সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন বিসমিল্লাহ আড়ৎতের ব্যবসায়ীদের কাছ থেকে হুমকি দিয়ে জোরপুর্বক প্রায় কোটি টাকা আদায় ও আড়ৎ দখলের পায়তারার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন আড়ৎ মালিক। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিসমিল্লাহ্ আড়ৎতে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে আড়ৎ মালিক ডাক্তার মজিবুর রহমান অভিযোগ করে বলেন, তারা ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর আড়ৎতের প্রায় ১৬ বিঘা জমি ভাড়া নেন ক্যাসিনো সম্রাট ডন সেলিম প্রধানের কাছ থেকে। তখন জমিগুলো ডোবা ও নিচু ছিলো। মাসে প্রতি বিঘায় ৫০ হাজার টাকা নির্ধারন করা হয়। সেই হিসেবে প্রতিমাসে জমির ভাড়া আসে ৮ লাখ টাকা। ভাড়া বায়নাসহ জমি ভরাট করে সাড়ে ৩’শ দোকান নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় সাড়ে ১০ কোটি টাকা। ডন সেলিম জেলে থাকাকালীন সময়ে মাসিক ভাড়া নিতেন তার প্রথম স্ত্রী মাসুমা বেগম ও পিএস হুমায়ুন আহাম্মেদ। নিয়মিত মাসিক ভাড়া পরিশোধ রয়েছে।

পরে জেল থেকে ছাড়া পেয়ে আড়ৎতের দিকে নজর আসে ডন সেলিমের। লাভের মুখ দেখে আড়ৎ মালিক ডাক্তার মজিবুর রহমানের সঙ্গে কোন প্রকার কথা না বলেই আড়ৎতের ব্যবসায়ীদের হুমকি দিয়ে জোরপুর্বক ভাড়া বাবদ প্রায় কোটি টাকা আদায় করেন এবং তার গুন্ডা বাহিনী দিয়ে আড়ৎ দখলের পায়তারা করে আসছেন। এ বিষয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

এ ব্যপারে সেলিম প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আড়ৎতের জমির চুক্তিপত্রের ব্যপারে অস্বীকার করেন। এছাড়া তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি কনেন।

প্রকাশিত :  শুক্র বার,  ২৪  মে ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন