যশোর কেশবপুরে দুই আসামির বিরুদ্ধে জালিয়াতির মামলা

যশোর প্রতিনিধিঃ
যশোর কেশবপুরে দুই আসামির বিরুদ্ধে জালিয়াতির মামলা করা হয়েছে। আজ ২৮/০৫/২০২৪ ইং তারিখে,যশোর জেলার, বিজ্ঞ সদর আমলী আদালতের, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়ার আদালতে হাজির হয়ে যশোর জেলা আইনজীবী সমিতির সম্মানিত সদস্য ও সাবেক সহসভাপতি ও সাবেক এপিপি ও নোটারি পাবলিক, এডভোকেট জিএম আবু মুছা, বাদী হয়ে মামলাটি করেছেন।

বাদী তার মামলায় ২৬-৫-২০ ইংরেজি ঘটনার তারিখ উল্লেখপূর্বক রোজ রবিবার, সময় বিকাল অনুমান ৪ ঘটিকায় বাদী নোটারি পাবলিক এর নিজস্ব কার্যালয়, আইনজীবী ভবন ২ এর দ্বিতীয় তলায়, আসামি১) সুবর্ণা রানী সরকার ওরফে খাদিজা খাতুন পিতা শ্রী বৃন্দাবন সরকার ও ২) আব্দুল্লাহ আল মামুন পিতা আকছেদ আলী সরদার গ্রাম হিরোডাঙ্গা থানা কেশবপুর জেলা যশোর দ্বয়ের বিরুদ্ধে, বাদীর স্বাক্ষর ছিল সই জাল জালিয়াত, প্রতারণা ও তঞ্চকির মাধ্যমে, একটি মিথ্যা ধর্মান্তরিত ও একটি বিবাহের এফিডেভিট করিয়াছে, যাহা ঘটনার তারিখে ২৬/০৫/২০২৪ ইং আসামিদ্বয় বাদির কার্যালয়ে আসিয়া, উক্ত এফিডেভিডে সার্টিফিকেট কপি জন্য বলিলে, এফিডেভিট দুটি বাদির হস্তগত হইলে, বাদীর সন্দেহ হয় তখন বাদী আসামি দলকে কিছুক্ষণ বসার জন্য অনুরোধ করেন এবং বলেন যে বাদী কাজ তার জরুরী কাজ সেরে তাদের সার্টিফিকেট কপি সরবরাহ করিবে, এক পর্যায়ে বাদী নিজের কাজে ব্যস্ত হইয়া পড়িলে আসামিদ্বয় সেখান থেকে চলে যায় আর ফিরে আসে নাই, বিষয়টা লইয়া বাদী তার আইনজীবী বন্ধুদের এবং উপস্থিত সাক্ষীদের সঙ্গে আলোচনা করে বুঝতে পারে আসামিরা সম্পূর্ণ প্রতারণা জাল-জালিয়াতীয় ও তঞ্চকির মাধ্যমে উক্ত এফিডেভি দুটি সৃষ্টি করিয়াছে, বিজ্ঞ আদালত শুনানি শেষে মামলাটি আমলে লইয়া সিআইডি যশোরের উপর তদন্তের দায়িত্ব প্রদান করেছেন।
মামলা নম্বর সি/আর ——–/২০২৪ ধারা, ৪২০ ,৪৬৫ ,৪৬৬ ,৪৬৭,৪৬৮,৪৭১,১০৯ দন্ডবিধি।

প্রকাশিত : মঙ্গলবার,  ২৮  মে ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন