একজন মুস্তাফা রুহুল কুদ্দুসের, হঠাৎ চলে যাওয়া- কি এমন অভিমানে

– জিএম মুছা

যশোরের বহুল প্রচলিত দৈনিক লোক সমাজ পত্রিকা প্রধান প্রতিবেদক, যশোরের সিনিয়র সাংবাদিক লেখক সংগঠক ও নাট্যকার মোস্তফা রুহুল কুদ্দুসের চলে যাওয়া কি এমন অভিমানে?

গত মঙ্গলবার ৪ জুন দুপুর বারোটার দিকে শহরে বারান্দী মোল্লাপাড়া বাঁশতলা এলা

কায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হলে, দ্রুত তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
ওই দিন বাদ মাগরিব মোল্লাপাড়া বাঁশতলাস্হ ঈদগা ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় সেখানে বিপুলসংখ্যক মুসল্লী তার জানা যায় অংশগ্রহণ করেন, জানাযা শেষে পাশেই কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়‌।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

যশোরের মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের গোয়ালদহ গ্রামের মৃত্যুর শামসুর রহমানের ছেলে মোস্তফা রুহুল কুদ্দুস পেশাগত কারণে যশোরে আসেন, এরপর তিনি শহরের বারান্দি মোল্লাপাড়া বাঁশতলা এলাকায় জমি কিনে সেখানে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন, ৪০ বছরের বেশি সময় ধরে তিনি ওই এলাকায় স্ত্রী, তিন কন্যা এক পুত্রকে নিয়ে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন।

মোস্তফা রুহুল কুদ্দুস তিনি তার জীবদ্দশায় ও তার দীর্ঘ কর্মজীবনে, একাধিকবার প্রেসক্লাব যশোর সাংবাদিক ইউনিয়ন যশোরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন, সর্বশেষ তিনি সাংবাদিক ইউনিয়ন যশোরের কার্যনির্বাহী সদস্য দিলেন, এছাড়াও তিনি সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের
বিএফইউজের কাউন্সিলর ছিলেন, আশির দশকে, যশোরের ‘দৈনিকপূরবী’ পত্রিকার মাধ্যমে তার সাংবাদিকতার পেশাজীবনের সূচনা হয়, এরপর খুলনা থেকে প্রকাশিত দৈনিক পূর্বাঞ্চল যশোর অফিসের দীর্ঘদিন দায়িত্বই ছিলেন,দৈনিক রানারের সাংবাদিকতা ও করেন, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশ লগ্ন থেকে তিনি এর সাথে সম্পৃক্ত হয়ে মৃত্যুর পূর্ব পর্যন্ত পত্রিকা রিপোর্টার ছিলেন, একই সাথে তিনি দৈনিক সংগ্রামের যশোরের অফিস প্রধান হিসেবে দায়িত্ব প্রাপ্ত ছিলেন,সিনিয়র সাংবাদিক মোস্তফা রহুল কুদ্দুস এর ইন্তেকালের খবর শুনে যশোরের সাংবাদিক সমাজ সহ বিভিন্ন শিল্প সাহিত্য সাংস্কৃতিক সংগঠন ও লেখক কবি সাহিত্যিক বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন সহ যশোরের সর্বস্তরের মানুষের মাঝে গভীর এক শোকের ছায়া নেমে আসে। এবং শেষবারের মতো এক নজর তাকে দেখার জন্য সকলে ছুটে যান তার বাসভবনে।

মোস্তফা রুহুল কুদ্দুস শুধু একজন সাংবাদিক ছিলেন না, তিনি একজন স্বল্প ভাষী সদালাপী মিষ্টিভাষী একজন সামাজিক মানুষ,ভালো লেখক ভালো সংগঠক, ও খ্যাতিমান একজন পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও গবেষক ও প্রবন্ধকার ছিলেন। একজন ভালো নাট্যকার ও শিশু সাহিত্যিক হিসাবে শিশুদের ইসলামিক মূল্যবোধ নিয়ে বেড়ে ওঠার লক্ষ্যে তার ক্ষুরধার লেখনি ও তার কলম সচল ছিল সব সময় , তাইতো তিনি লিখে গেছেন নিরলস ভাবে বিরামহীন অনবরত , তিনি জীবদ্দশায় ৫০টির অধিক গ্রন্থ তিনি রচনা করে গেছেন, একজন সাহিত্যের মানুষ ও সংস্কৃতির কর্মী, সাহিত্য মোদি, সাহিত্যবান্ধব হিসেবে মোস্তফা রুহুল কুদ্দুসের সাহিত্য অঙ্গনে সরব উপস্থিতি ও পদচারণায় মুখরিত ছিল সব সময় সর্বক্ষেত্রে , সেজন্য আজ ভাবতে অনেকটাই কষ্ট হচ্ছে তিনি নাই, বড় বেদনা বিধূর হৃদয় বিদারক তার এই চলে যাওয়াকে মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে, বুকের ব্যথায় যেন চিন চিন করে বেড়েই চলেছে, তার শোকে তার এই হঠাৎ চলে যাওয়া, এই পৃথিবী ছেড়ে অচেনা অজানা এক পৃথিবীর উদ্দেশ্যে অন্ধকার ঘরের বাসিন্দা হওয়া সে এক অনন্ত জীবন, আজ তাই একজন কলম যোদ্ধা শব্দচাষী, সহযোদ্ধা স্বজন হারানোর সেই ব্যথা বেদনায় অব্যক্ত কষ্টে হৃদয়টা দুমড়ে মুচড়ে একাকার হয়ে গেছে, এভাবে হঠাৎ করে তার চলে যাওয়াটা, হঠাৎ প্রস্থান কেউ যেন আমরা মেনে নিতে পারছিনা।
তারপরও সত্যকে মেনে নিতে হয়,

আমরা জানি জন্মালে মৃত্যু অবধারিত (কুল্লু নাফসিন জাই কাতুল মাউত।) সকল প্রাণীকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে (All creatures must taste his death.) এটাই বিধির বিধান।
‘মানুষ মরণশীল’ জন্মালে মৃত্যু অবধারিত ( Man is mortal.)।এই পৃথিবীতে মানুষের আসার সিরিয়াল আছে কিন্তু যার কোন সিরিয়াল নেই, যে কোন মুহূর্তে যেকোনো সময়, যে কাউকে মহান রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে অবশ্যই চলে যেতে হয় , যা অনিবার্য সত্য কথা (Universal Truth.)।যা মানুষ মাত্রই তা অস্বীকার করার কোন‌ উপয় নেই,

তাইতো কবিগুরুর ভাষায় বলতে হয় ‘যেতে নাহি দিবো হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়’
এমনিভাবে গানের ভাষায় আমরা বলতে পারি,
‘যত গুন গান হে চির মহান সবই তোমার জন্য, তুমিই অন্তর্যামী।”

পরিশেষে দু’হাত তুলে রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি তিনি যেন তাকে তার মেহেমান হিসেবে কবুল করে নেন, এবং তাকে বেহেশতের উচ্চ মাকাম দান করেন শান্তিময় এক স্থান।
সুম্মা আমীন।

লেখকঃ সাংস্কৃতিক কর্মী,সৃজনশীল লেখক, আইনজী, সাবেক সভাপতি, আইনজীবী সমিতি, যশোর।

প্রকাশিত : বুধ বার,  ০৫  জুন ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন