এক মুঠো ভাত দে : মোঃ জুয়েল হাওলাদার

শিশির সিক্ত মেঠো পথ মাড়িয়ে
ঐ দূরের সীমানায়
তোমার পায়ের ছাপে আঁকা
হৃদয়ের গভীরে ভালবাসার মানচিত্র ।

তীর্যক বাকা নয়নে বার বার- বহুবার
দেখেছি তোমারে –
দেখেছি শীতার্ত আর বিবস্ত্র ভোরের কুয়াশায়
সাহস হয়নি কভু না বলা কথা বলার।

ভীরু কাপুরষের মত চেয়ে দেখেছি
পুষ্পরেণুর সাথে প্রজাপতির সঙ্গম
রঙিন স্বপ্ন ধূসর হয়ে ঠাই নিয়েছে
শিশুর বর্নমালার আঁকিবুঁকির খাতায় ।

সেই শতাব্দীর শিতলক্ষ্যায় –
আজো বাতাসে ঢেউয়েরা খেলা করে
বুক পেতে রই , কান পেতে শুনি
তুমি এসেছিলে অলক্ষ্যের ধারায় ।

এখনো আমি দিন গুনি – বুবুক্ষ ক্ষুদার্ত যন্ত্রনায়
মৃত্যু দিয়ে জীবন কে বেঁধে রেখেছি
কখনো বলিনি এক মুঠো ভাত দে
শুধু বৃথাই খোদাই করেছি পাথরের দেয়ালে
যত্নে গড়া ভালবাসার মানচিত্রটি কে ।

প্রধান শিক্ষক
১ নং আর ডি এন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
দিঘলিয়া , খুলনা।

প্রকাশিত : বৃহস্পতি বার,  ১৩  জুন ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন