সংবাদিক হুমায়ুন কবির মজুমদার আর নেই

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ের বোদা পৌরসভার থানা পাড়া নিবাসী বিশিষ্ট সাংবাদিক ও সংবাদ পাঠক হুমায়ুন কবির মজুমদার (৬৮) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৩০ জুন (রবিবার) রাত ১.৪৫ টায় বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বিভিন্ন জাতীয় পত্রিকার সাংবাদাতা, ঠাকুরগাঁও বেতারে সংবাদ পাঠক ও বাচিক শিল্পীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কাজের সাথে জড়িত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য এড. নূরুল ইসলাম সুজন, বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওয়াহিদুজ্জামান সুজা, পৌর মেয়র মো. আজাহার আলী, পৌর আওয়ামী লীগ সভাপতি আবু মো. ইমতিয়াজ হোসেন মির্জা, জাসদ নেতা এমরান আল আমিন, বোদা উপজেলা প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গভীর শোক জানিয়েছেন।

রবিবার বিকাল ৫টায় বোদা নগরকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে টিএনটি গোরস্থানে মরহুমের দাফন কার্য সম্পন্ন হয়।

প্রকাশিত :  রোববার,  ৩০  জুন ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

পাইলস ফিস্টুলা রোগের কারণ ও প্রতিকার