নবাবগন্জে আরিয়াল বিলে পানিতে ডুবে জামাইয়ের মৃত্যু

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা) :

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শ্বশুর বাড়িতে এসে আরিয়ল বিলে গোসলে গিয়ে পানিতে ডুবে জামাই মাজেদুল ইসলাম মনির (২৬) এর মৃত্যু হয়েছে।

রবিবার (১৪ জুলাই) বিকাল ৫টার দিকে উপজেলার চুড়াইন ইউনিয়নের জালালপুর চক এলাকার আরিয়ল বিল থেকে লাশ উদ্ধার করে এলাকাবাসী।

নিহত মাজেদুল উপজেলার গালিমপুর ইউনিয়নের পাইকস্যা গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে বলে জানা গেছে। তারা পরিবারসহ গাজিপুরের কোনাবাড়িতে বসবাস করতো।

স্থানীয় সূত্র জানায়, দুই বছর আগে চুড়াইন ইউনিয়নের মুসলেমহাটি গ্রামে বিয়ে করেন মাজেদুল। শনিবার গাজিপুর থেকে শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। রবিবার দুপুরে শালা-সম্বন্ধীদের নিয়ে শ্বশুর বাড়ি পার্শবর্তী জালালপুর চকের আরিয়ল বিলে গোসল করতে যায়। গোসলের কোন এক পর্যায়ে স্লোতের তোরে পানিতে ডুবে যায়। স্বজনরা খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে খবর দেয়া হয়। বিকাল প্রায় ৫টা নাগাদ এলাকাবাসী ও স্বজনরা মাজেদুলের মরদেহ উদ্ধার করে।

নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জালাল মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি শুনেছি। গালিমপুর তদন্তে কেন্দ্রের পুলিশ বিষয়টি দেখছেন।

প্রকাশিত : সোমবার, ১৫ জুলাই ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

পাইলস ফিস্টুলা রোগের কারণ ও প্রতিকার