যুবক অনার্য’র কবিতা : চট করে

চট করে একদিন আমি এ দেশের রাণী বনে যাবো
তারপর সুখে শান্তিতে বসবাস করিতে থাকিবো
রক্তমাংস চুষে-পান করে

একদিন চট করে আমি রাষ্ট্রের তেরোটা বাজিয়ে দিবো আর আমার বিরুদ্ধে শুরু হবে তুমুল আন্দোলন
একদিন তারপর পতন হলে আমি চাটার দল দেশে রেখে পালিয়ে যাবো অন্য কোনো দেশে
তারপর একদিন চট করে আমি ফিরে আসবো এই বাংলাদেশে

আহা একদিন চট করে আমি পট করে মরে যাবো
তবে তার আগে একদিন চট করে বিরুদ্ধবাদীদের মেরে ফেলে চলে যাবো লাশ গুম করে রেখে
হ্যাঁ একদিন চট করে আমি পট করে সমগ্র বাংলাদেশ কট করে যাবো