চাঁদপুরে ছেলের ইটের আঘাতে প্রাণ গেল মায়ের

গোলাম নবী খোকন :

চাঁদপুরে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার দুপুরের দিকে মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছানোয়ার হোসেন।

জানা যায়, নিহত ওই মায়ের নাম রোকেয়া বেগম। তিনি দিঘলীপাড় গ্রামের মৃত কালু মিয়া প্রধানের স্ত্রী। এ ঘটনায় ছেলে নুরে আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোকেয়া বেগমের বড় মেয়ে মায়া আক্তার জানান, ছোট ভাই নুরে আলম মানসিকভাবে প্রতিবন্ধী। প্রায় সময়ই সে আমাকে এবং মাকে মারধর করত। শনিবার দুপুরে দিকে মায়ের সাথে এক সঙ্গে ভাত খেয়ে ঘর থেকে বের হয়ে যায়। পরে সে ঘরের দরজার সামনে মাকে দেখতে পেয়ে নুরে আলম একটি ইট নিয়ে মায়ের মাথায় এলোপাতাড়িভাবে আঘাত করে।

মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছানোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে নুরে আলমকে আটক করা হয়েছে। নুরে আলম মানসিকভাবে প্রতিবন্ধী। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন অবস্থায় আছে।

শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?