করোনা আতংকে জবি শিক্ষার্থীদের ক্লাস বর্জন

 

মোঃ মাসুদ আলম, জগন্নাথ প্রতিনিধি

জবি শিক্ষার্থীরা সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।

আজ রবিবার (১৫ মার্চ) দুপুর ৩টায় এই ঘোষনা দেয় শিক্ষার্থীরা। এর আগে দুপুর ২টায় সকল বিভাগের সব ব্যাচের সিআররা একত্রিত হয়। তারা প্রায় এক ঘন্টা আলোচনার পর এই ঘোষনা দেয়।

gif maker

শিক্ষার্থীরা বলেন, বিশ্বব্যাপী করোনা আতংক থাকলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষ কোন সিদ্ধান্ত নিচ্ছে না। বাড়ি থেকে আমাদের পরিবার চিন্তিত। বারবার তারা ফোন করে বাড়ি চলে যেতে বলতেছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে কোন আশানুরুপ উত্তর না পাওয়ায় আমরা নিজেরাই ক্লাস এবং পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কর্মসূচী চলবে।