মতলবে বন্ধুমহল ক্লাবের উদ্যোগে হাত জীবানুমুক্তকরণ লিকুইড ডিস্পেন্সার স্থাপন

গোলাম নবী খোকন, (মতলব) চাঁদপুর:

করোনাভাইরাস(COVID 19)প্রতিরোধ কার্যক্রম হিসাবে নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাব এর সদস্য মতলব এ বিভিন্ন জায়গায় হাত জীবানুমুক্তকরন লিকুইড সোপ হ্যান্ড ডিস্পেন্সার স্থাপন”করেছেন।

জনসমাগমের স্থানগুলো থেকে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাব এর উদ্যোগে বিভিন্ন জায়গায় হাত ধোয়ার ব্যবস্থা করা জন্য জীবানুমুক্তকরন লিকুইড ডিসপেনসার স্থাপন করা হচ্ছে । পাশাপাশি নতুন এই রোগ সম্পর্কে জানানো হচ্ছে নানা তথ্য।
তারই ধারাবাহিকতায় কয়েকটি মসজিদের সংলগ্ন স্থানে অনুমতি সাপেক্ষে হাত ধোয়ার ব্যবস্থা ও করা হয়েছে।

gif maker

এই বিষয়ে ক্লাবের অর্থবিষয়ক সম্পাদক শামীম হোসেন বলেন,মসজিদে জামায়াতের সাথে অনেক মুসল্লীরা নামাজ আদায় করে থাকেন। এদের ভেতরে বয়স্ক ব্যক্তির সংখ্যাই বেশি। তাই তাদের জন্য সতর্কতা অবলম্বন করা বেশি জরুরি।

প্রার্থনা করি, সৃষ্টিকর্তা যেন বিশ্ববাসীর উপর রহমত বর্ষিত করেন। এই দূর্যোগের সময়টাতে সবাইকে ধৈর্য্যের সাথে মোকাবেলা করার তৌফিক দান করুন।
এই ছাড়াও সাংগঠনিক সম্পাদক জোবায়ের আহম্মদ বলেন,নিজের_হাতেই_নিজের_সুরক্ষা।
তাই,জনসাধারণের প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়া মহামারী প্রতিরোধ করা সম্ভব না। তাই হাত ধোয়ার ব্যাপারে উৎসাহিত করতে হবে সবাইকে।

আশা করবো, আপনারাও নিজ নিজ এলাকায় চেষ্টা করবেন এ ধরণের উদ্যোগ নিতে। কারণ, আশেপাশের মানুষ সুস্থ থাকলেই আমরা সুস্থ থাকতে পারবো।

আসুন, ভয় নয়; সচেতনতা সৃষ্টি করি, দূর্যোগে মানুষের পাশে দাঁড়াই।