১৪শ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য পৌছে দিলেন এমপি নুরুল আমিন রুহুল

হারুন অর রশিদ, মতলব করেসপন্ডেন্ট :
চাঁদপুরে মতলব দক্ষিণে প্রাণঘাতী করোনা ভাইরাস কোভিট-১৯ এর কারণে নিম্ন আয়ের কর্মহীন মানুষদের জন্য খাদ্য বিতরণ সহায়তা উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নুরুল আমিন রুহুল। খাদ্য পৌছে দেওয়ার কার্যক্রম শুরু করেন।

৭ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা প্রাঙ্গণ থেকে তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে ১৪শ পরিবারের ঘরে ঘরে খাদ্য পৌছে দেন।

খাদ্য বিতরণকালে সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নুরুল আমিন রুহুল বলেন, করোনা পরিস্থিতিতে সকলে ঘরে থাকবেন। ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হবে। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। খাদ্যে সমস্যা নেই, কেউ না খেয়ে থাকবেন না।

/

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বি.এইচ.এম কবির আহম্মেদ, পৌরসভার মেয়র আলহাজ্ব আওলাদ হোসেন লিটন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুবিন সুজন, সাবেক পৌর চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, ও.সি স্বপন কুমার আইচ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, উপ-সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, প্রেস ক্লাব সভাপতি রোকনুজ্জামান রোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলার নারায়ণপুর, নায়েরগাঁও, উত্তর উপাদি ও দক্ষিণ উপাদি এ ৪টি ইউনিয়নের কর্মহীন ১৪শ পরিবারের সদস্যদের মাঝে এ খাদ্য পৌছে দেওয়া হয়।

প্রতি প্যাকেটে খাদ্য হিসেবে চাল, ডাল, আলুসহ ৮ কেজি পরিমাণ খাদ্য সামগ্রী রয়েছে।