নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ফরিদগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ফরিদগঞ্জ প্রতিনিধি : :
সারা দেশের ন্যায় চাঁদপুরের ফরিদগঞ্জেও তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি।

৫ মার্চ ২০২২ খ্রি. (শনিবার) সকালে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহাম্মেদ মানিক।

এ সময় তিনি বলেন, আমরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকারের নিকট আহবান করছি। কারণ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অসহনীয় মূল্যে সাধারণ মানুষের অবস্থা অত্যন্ত চরমে। মানুষ আজ মুখ ফুটে কিছুই বলতে পারছে না। সাধারণ মানুষের সংসার চালাতে হিমশিম খাচ্ছে। কিন্তু দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যর কারণে মানুষ বেশ অসহায় হয়ে পড়ছে।


এই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, ডা. আবুল কালাম আজাদ, আমানত গাজী, জাহাঙ্গীর আলম, ইমান হোসেন প্রমুখ।