চাঁদপুরে লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে শাকিল (২২) নামের এক বিদ্যুৎ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৮ মার্চ শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর শহরের পুরান বাজার দাসপাড়া এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে।

জানাযায়, গত ২ বছর ধরে ষোলশহর প্রকল্পের আওতায় ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে চাঁদপুরের বিদ্যুৎ সংযোগ লাইনের মেরামত কাজ চলছে । এই চলমান কাজে শহরের পুরান বাজার দাসপাড়া এলাকায় শুক্রবার দিন ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিকরা কাজ করছিলো।

কাজের শেষ ভাগে সন্ধ্যা ৬ টার দিকে ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিক শাকিল টান্সমিটারে বিদ্যুৎ রয়েছে কি, না। তা চেকিং করতে গিয়ে শর্ট শার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই সে মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিক তার সহকর্মীরা তাকে সেখান থেকে উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের ডিউটিরত চিকিৎসক জানান, মৃত শাকিলের মৃত্যু ঘটনাস্থলে হয়েছে। কারণ তাঁকে হাসপাতালে আনতে গিয়ে কিছু টা বিলম্ব হয়েছে বলে জানান সহকর্মীরা।


এদিকে জান যায় , নিহত শাকিলের বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা এলাকায়। মৃত্যুর খবর তাঁর পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ চাঁদপুর সদর মডেল থানাকে লিখিত ভাবে অবহিত করলে মডেল থানার এস আই ইকবাল হোসেন লাশের সুরাতাল শেষে লাশ থানা পুলিশের হেফাজতে নিয়ে যায়।

এস আই ইকবাল হোসেন বলেন, পোস্ট মর্টেম শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া আইন অনুযায়ী সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।