মূল্য তালিকা না থাকায় ও মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখায় চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

বিশেষ প্রতিনিধি :
পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে জাতী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের অভিযান অব্যাহত রয়েছে।

তারই ন্যায় শনিবার চাঁদপুর সদর উপজেলার বাগড়া বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পণ্যের মূল্য তালিকা না থাকায় ও দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখায় চার ব্যবসা প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন।