মতলব সেতুর পূর্বদিকের ঢালে সড়কের স্লাপে ধস : দেখার কেউ নেই

গোলাম নবী খোকন:

চাঁদপুরের মতলবে ধনাগোদা নদীর উপর ব্রীজের মতলব সেতুর সড়কের পূর্ব প্রান্তে বাইশপুর বাইপাস সড়কের একটু পশ্চিম দিকের ঢালে গ্রীষ্ম মৌসুমে বৃষ্টির পানি পড়ে স্লাপে ধস পড়ে। দেখার কেউ নেই।

সরজমিনে দেখা যায়, এই ধস নামার স্থানটি ৩/৪ মাস পূর্বে ঘুর্ণিঝড় বুলবুলের সময় প্রচুর বৃষ্টিপাতের কারণে এই সড়কে ধস নামে। এখন পর্যন্ত এই ধসের ভাঙ্গন স্থানটি মেরামত করা হয় নি। আবারও বৃষ্টির সময় ঘনিয়ে আসছে।

ধস স্থান জরুরী ভিত্তিতে মেরামত করা না হলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। সরোজমিন তদন্ত করে জরুরী ভিত্তিতে মেরামত করা জরুরী বলে মনে করেন এলাকাবাসী।